৪ই ডিসেম্বর রবিবার চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের  উদ্যেগে  প্রধানমন্ত্রী সমাবেশকে ঘিরে সমাবেশস্থলের পরির্দশনের নিউজ আমরা কভারেজ করলেও সমাবেশের আগে চট্টগ্রামের আসা ঢাকার সাংবাদিকরা জামাই আদরে , চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর রাখেননি আওয়ামী লীগ নেতারা। ফকিন্নির মত  রাস্তায় বসে নিউজ কভারেজ করতে হয়েছিল এবং রেজিষ্ট্রেশনবীহিন  পোটালের সাংবাদিকরা কার্ডপেলেও চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকার সাংবাদিকেরা কার্ড পায়নি  বলে অভিযোগ করেন সিইউজের সভাপতি  তপন চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, একুশে টিভির  ব্যুরোপ্রধান হাসান ফেরদৌস,  আজাদীর সিনিয়র রিপোর্টার ও  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাস, দৈনিক আমাদের সময় এর  ব্যুরোপ্রধান হামিদ উল্লাসহ গণমাধ্যম কর্মীরা।

    
আজ সোমবার  দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর, উত্তর- দক্ষিণ আওয়ামী লীগের উদ্যেগে প্রধানমন্ত্রী জনসভা সফলভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংবাদ সম্মেলননে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে পড়ের আওয়ামী লীগের নেতারা।

 চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন এমপি -  নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র  আ জ ম নাসির উদ্দিন সংবাদ সম্মেলন শুরুতে গণমাধ্যম  কর্মীদের কাছে  দুঃখ প্রকাশ করে -  এসব কিছু জানেন না বলে জানিয়ে এড়িয়ে যাওয়া চেষ্টা করলে গণমাধ্যম কর্মীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগ নেতারা।
 একাধিক সাংবাদিক নেতা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী প্রেসকার্ড বিতরণের দায়িত্ব সিটিএসিবির থাকলেও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিজের নিয়ন্ত্রণ রেখে কার্ড বিতরণে সময় ক্ষেপণ করেন। বারবার যোগাযোগ করার পর জানান গণমাধ্যম কর্মীদের কার্ড লাগবে না ,  কার্ড ছাড়া ঢুকতে পারবে,পরে  ঢুকতে দেওয়া হয়নি বরং অনেককে আবার বাহির করে দেওয়ার অভিযোগ রয়েছে । চট্টগ্রামের কমর্রত সাংবাদিকদের অপমান দুদর্শার কথা জানানোর জন্যে অনেক কষ্ট করে হোয়াটসপ নাম্বার সংগ্রহ করার কথা জানান গণমাধ্যমকর্মীরা।

চসিকের সাবেক পরিচ্ছন্নর্কমী ও আওয়ামী লীগের অফিস সহকারী আমির গণমাধ্যমর্কমীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।সমাবেশের আগে শুক্রবার সিনিয়র ক্লাবে সংবাদ সম্মেলনে জনপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়ার সহকারী  খাবার নিতে আসলে তা সাথে খুব খারাপ আচরণ করে এমনকি তুই তোকারী ব্যবহার করে,সাথে সাথে কয়েকজন গণমাধ্যমর্কমী তার ব্যবহারের প্রতিবাদ করে। আজও সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এক বয়োবৃদ্ধ খাবার প্যাকেট চাইলে আমির খারাপ আচরণ করে।

সংবাদ সম্মেলন শেষে দেখা যায় একব্যক্তি হাতে ব্যানার নিয়ে  ৯/১০ প্যাকেট খাবার নিয়ে চলে যেতে। প্রেসক্লাবে সিসি ক্যামরা দেখলে প্রমাণিত হবে।  সিনিয়র ক্লাবের ঘটনা  নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র  আ জ ম নাসির উদ্দিনকে অভিযোগ দিলে আমিরকে শুধু ডাক দিয়ে তার দায়িত্ব শেষ করেন, তা গণমাধ্যমর্কমীরা আশা করে না।