চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রামে ৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ব্রিটিশ নাগরিক আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বক্তব্যের শুরুতে দম্ভ করে বলেন,আমি ব্যারিস্টার ও পদপদবির অধিকারী হওয়ায় ভয়ে কেউ সাহস করে আমার কাছে আসে না ।

আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী হলেও বক্তব্যে শুরুতে বঙ্গবন্ধুকে স্মরণ করেনি এবং বক্তব্য শেষে জয়বাংলা জয়বঙ্গবন্ধু শ্লোগান ছিল না তার মুখে ।তার প্রেসরিলিজে ও বঙ্গবন্ধু ও জয়বাংলা জয়বঙ্গবন্ধু শ্লোগান স্থান পায়নি। এভাবে নিজেকে স্বতন্ত্র প্রকাশের চেষ্টা করেন। এই নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের সমুখীন হন।
 

গণমাধ্যম কর্মীদেরে প্রশ্নে জবাবে বলেন, আমি দেশের জন্যে অনেক ছাড় দিয়েছি।সরকার আমার মনোনয়ন নিশ্চিত করলে আমি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করব না হলে নয়।

ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও কর্মজীবনে বেশিভাগ প্রবাসে কাটান।  নির্বাচন আসলে আওয়ামী লীগের মনোয়ন পেতে  সরকারী বিভিন্ন পর্যায়ে ছুটাছুটি শুরু করেন।

আওয়ামী লীগের তৃণমুলের নেতা থাকতে আপনাকে কেন মনোয়ন দেবে জানতে চাইলে তিনি বলেন , আমি বিদেশে আওয়ামীলীগের পক্ষে কাজ করি তাই।