চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ২৬ মার্চ  ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। বিকেলে এইচ.এম ভবন অডিটরিয়ামে অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা, খতমে কোরআন মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজত অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং মহান স্বাধীনতার শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তিনি বঙ্গবন্ধুর আর্দশে বলিয়ান হয়ে দেশ গড়ার আহবান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মডেলে পরিনত করেছেন। তাঁর সেবা অব্যাহত রাখতে তাঁর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে দেশ গড়ার প্রত্যয়ে বলিয়ান হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম শহীদ মিনারে স্বাধীনতার শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম,  আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, বাদশা আলম, নেছার আহাম্মদ, সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, কাজী মাহফুজুর রহমান, আবু ছগীর, আবদুর সাত্তার মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন।