স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে বিক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করার পর, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হন এবং বিচার চেয়ে থানায় মামলা করেন- সেক্ষেত্রে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন পর্যন্ত আমি জানি- একটি মামলা হয়েছে।’ মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে এবং রাষ্ট্রসহ সবকিছুই আইন অনুযায়ী চলে। নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নিরাপত্তা সেবা বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রের আপত্তি আছে, কিন্তু  মামলাটি অন্য কেউ করেছে।’ তিনি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং প্রথম আলোর সাংবাদিক ঠিক কাজটি করেননি। মন্ত্রী বলেন, ‘সংবাদটি আপনারা (সাংবাদিকরা) একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছেন এবং প্রমাণ করেছেন যে প্রথম আলো প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’
দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়েছি। কেউ যদি এই ধরনের ভুয়া খবর দেয়, তাহলে যে কেউ আঘাত পেতে পারে এবং ক্ষুব্ধ হতে পারে। আপনিও (আহত) হতে পারেন। আপনি অবশ্যই এই খবরটি মেনে নেবেন না।’