সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজে মাদক, অসাধু ব্যবসায়ী, অসামজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ব্যবসায়ীদের অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য হিস্তিশীল রেখে মূল্য তালিকা প্রদর্শিত করে ব্যবসা পরিচালনার আহবায়ন জানান। মাদাকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকসেবী মাদক ব্যবসায়ীদের বয়কট করার আহবান জানান।
    ৩০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ  স্লোগান নিয়ে উপজেলার বরকল মৌলভী বাজার চত্বরে এক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম। এস আই ইখতেয়ার সঞ্চলনায় আলোচনায় অংশ নেন, ব্যবসায়ী নেতা জসীম উদ্দীন, মাহমুদুল হাসান, শুবুল কুমার দেব, মাও. আবদুল মোবিন,  মো. জসীম উদ্দীন সহ ব্যবসায়ী জনপ্রতিনিধি ও বিট পুলিশিং নেতৃবৃন্দ। সমাবেশে বরকল মৌলভী ব্যবসায়ী সমিতি, কালিহাট ব্যবসায়ী সমিতি, সাতঘাটিয়া পুকুর পাড় ব্যবসায়ী সমিতি, ধামাইরহাট ব্যবসায়ী সমিতির নেতৃবন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।