চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মে) বিকেলে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

পাঁচ ব্যবসায়ী হলেন- সীতাকুণ্ডের শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ হোসেন, জানে আলম ও মাহবুব আলম।


আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানা যায়, ওয়ান ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ পাঁচ ব্যবসায়ী। আসল ও মুনাফা মিলে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৪ কোটি টাকা। ঋণের বিপরীতে যে সম্পত্তি ব্যাংকে বন্ধক রয়েছে, তা অতি সামান্য।

এ অবস্থায় তারা দেশ ত্যাগ করতে পারেন না। দেশত্যাগ করলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ জন্য আদালত পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অভিবাসন শাখার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দেন।