বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত ২৮তম জাতীয় কারাতে প্রতিযোগীতা গত ২০শে মে মিরপুর শহীদ ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে। ২১টি ইভেন্টে আয়োজিত এই প্রতিযোগীতায় এইবার চট্টগ্রামের কারাতে খেলোয়াড়বৃন্দ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। -৬৭কেজি ওজন শ্রেনীতে ও দলগত কুমিতে ইভেন্টে মোহাম্মদ নাঈমুর রহমান দুটি এবং -৫৫ কেজি ওজন শ্রেনীতে মোহাম্মদ আজাদ একটি স্বর্ণ পদক লাভ করে চ্যাম্পিয়ন হন। এছাড়া -৫০ কেজি ওজন শ্রেনীতে মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ এবং -৬১ কেজি ওজন শ্রেনীতে অন্বেষা দে রৌপ্য, -৫০ কেজি ওজন শ্রেনীতে হোসেইন মোহাম্মদ নাঈম এবং -৫০ কেজি ওজন শ্রেনীতে জারিয়া আক্তার তাম্র পদক অর্জন করেন। উল্লেখ্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কমিটি চট্টগ্রাম জেলা দলের কোন প্রকার বাছাই না করে দল পাঠানোয় এই সকল খেলোয়াড়েরা বাধ্য হয়ে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা সিটি কর্পোরেশন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন জেলা দলের হয়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। উল্লেখ্য খেলোয়াড়দের এই ফলাফলে চট্টগ্রাম বিভাগীয় সংস্থা বাংলাদেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে প্রথমস্থান এবং সার্বিক পদক তালিকায় ৪র্থ স্থান অর্জন করেছে। চট্টগ্রামের কারাতের ইতিহাসে গত ৩৫ বছরে প্রথমবারের মতো চট্টগ্রামের কোন কারাতে দল এই কৃতিত্ব দেখালো। কারাতে দলের এই অসাধারণ সাফল্যে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, দলের প্রধান কোচ সেনসি জয়জিৎ চৌধুরী, টিম ম্যানেজার সহ দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন।