হালদা নদীতে কার্পজাতীয় মাছের প্রজননের চারটি জোঁ অতিক্রম হলেও অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না নেমে আসায় কার্পজাতীয় মা মাছ এখনো পূরোদমে ডিম ছাড়েনি। তবে একটানা ভারীবৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে আজ-কালকের মধ্যে ডিম ছাড়তে পারে মা মাছ। অনুকূল পরিবেশ না পেলে অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিপাত ও পাহাড়ী ঢল নেমে না আসলে সেক্ষেত্রে পরবর্তী জুন মাসের পূর্ণিমার জোঁ ১ থেকে ৬ জুন অথবা সর্বশেষ ১৫ থেকে ২০ জুন অমাবস্যার জোঁ'তে কার্পজাতীয় মা মাছ ডিম ছাড়বে। এখন কোন পূর্ণিমা বা অমাবস্যার অপেক্ষা করতে হবেনি । শুধু বৃষ্টি ও মেঘের গর্জন এবং পাহাড়ি ঢল হালদার মা মাসির জন্য এখন জরুরী হয়ে পড়েছে। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢল হালদায়ে প্রবেশ করলেই মা মাছ ডিম দেবে বলে জানিয়েছেন ডিম  সংগ্রহকারীরা। গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টিও মেঘের গর্জন হলেও হালদার মা মাছের উপযুক্ত বৃষ্টি না হওয়ায় ডিম দিচ্ছে না। এদিকে চলতি মাসে, মা মাছ ডিম না দিলে পরবর্তী মাস ও পরবর্তী জো তে ডিম দিলেও তাহা ডিম সংগ্রহকারীরা সংগ্রহ করবে না বলে জানিয়েছেন এমনটাই । কারণ বর্তমান "জো" তে ডিম দিলে এই ডিমের পোনাগুলো দ্রুতবর্তনশীল ও সুস্বাদু হয়ে থাকে।