দেশে প্রথিতযশা আইনজীবী চট্টগ্রামের কৃতি সন্তান এ্যাডভোকেট এ কে এম ফজলুল হক গত ১৭ই এপ্রিল ২০২৩ ভোর পাঁচটায় ইন্তেকাল করেন।
 ১৭ এপ্রিল বাদে জোহর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে প্রথম নামাজে জানাযা এবং গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে মাজার প্রাঙ্গণে দাফন করা।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে ২৩ শে মে মঙ্গলবার অ্যাডভোকেট এক কে এম ফজলুল হকের জেয়াফত সম্পন্ন হয়। জেয়াফতে চট্টগ্রাম আদালতের বিচারক, চট্টগ্রামের সিনিয়র আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, চট্টগ্রামের জেলা পিপি, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র জুনিয়র আইনজীবীদের মিলনমেলায় পরিণত হয়। জেয়াফতে  চট্টগ্রামের রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 ব্যক্তিগত জীবনে তিনি খুবই ভালো এবং উদার মনের একজন মানুষ ছিলেন। উনি শত শত মানুষকে বিনামূল্যে আইন সেবা দিয়েছেন । প্রচার বিমুখ এই মানুষটি   নিঃস্বার্থভাবে গরিব ও অসহায় মানুষকে দান করেছেন । 
উল্লেখ্য, অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক বাঁশখালীতে অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন এবং তিনি এই কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন।