তিলেতিলে গড়ে তোলা আমার বাড়ী আপন আঙ্গিনার থেকে  ভাড়াটিয়া আবু কায়সার আমাকে উচ্ছেদের হুমকি দিচ্ছে।

আজ ২৫শে র্মাচ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে পূর্বমাদারবাড়ী দোরোগারহাট রোড়ের আপন আঙ্গিনা নামে আবাসিক ভবনের মালিক ভুক্তভোগী মো: ইমরুল হোসেন চৌধুরী এই অভিযোগ করেন ।

তিনি অভিযোগ করেন, ২০২০ সালের জুন মাস হতে ২০২১ জনি মাস পর্যন্ত আমার ভাড়াটিয়া হিসাবে ইউসিবিএল সদরঘাট শাখায় ভাড়া পরিশোধ করে আসছিল। ২০২১  জুলাই হতে ভাড়া দিতে গড়িমসি শুরু করে। বিনা ভাড়ায় ১২মাস থাকার পর খারাপ ব্যবহার শুরু করলে  ফ্ল্যাট খালি করে দিতে স্থানীয় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরে সহযোগিতা কামনা করাই ক্ষুদ্ধ হয়ে আবু কায়সার সহ তার আত্মীয় স্বজনরা আমাকে  হুমকি দিতে থাকে। গত ১৬ জুলাই ২০২১ দুপুরে আমার উপর ছড়া হন।একই দিন রাতে  অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর ও আমার ড্রাইভারের উপর হামলা করে ।যা সিসিসি ক্যামরা ভিডিও ফুটেজ আমার কাছে রক্ষিত আছে। আবু কায়সার ফ্ল্যাটের মালিকানা দাবী করে বাসার নীছে সন্ত্রাসীদের নিয়ে আড্ডা দিতে থাকে।   ফ্ল্যাটে আসা যাওয়া সময় সন্ত্রাসীরা নানা ভাবে আমার স্ত্রী ও মেয়েদের ইভটিজিং করত।


তিনি বলেন, গত ৭ই মে  বিকালে ২৩ মাসের ভাড়া প্রদান করে  ১লা জুলাই ফ্ল্যাট খালি করে দেওয়ার অনুরোধ করি।তখন আবু কায়সার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।পরের দিন আমার স্ত্রী আমার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আবু কায়সার আমার স্ত্রীকে শাররীক নির্যাতন করে।কেয়ারটেকারে ঘরে দরজা, সিসিসি ক্যামরা ভাংগচুর করে।  আমার বাসায় প্রবেশ করে আসবাবপত্র ভাংগচুর করে।স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে।

তিনি অভিযোগ করেন, জাল-জালিয়াতির মাধ্যমে আবু কায়সার উদ্দেশ্য আমার ফ্ল্যাট দখল করার পায়তারা করছে। জাল-জালিয়াতির অভিযোগে আবু কায়সারকে প্রধান আসামী মামলা দায়ের করি। মামলা নং-১১৫/২৩। প্রতিনিয়ত বাড়ীর থেকে উচ্চেদের হুমকি দিচ্ছে। তিলেতিলে গড়ে তোলা আমার বাড়ী আপন আঙ্গিনার বসবাস করতে পুলিশ কমিশনারসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চাই।

সংবাদ সম্মেলনে অপস্থিত ছিলেন তার স্ত্রী পারভিন আকতার রুবি।