বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারী মোটরযান পরিদর্শক (নোয়াখালীতে কর্মরত) আরিফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

শুরুতেই ঘুষ লেনদেনের প্রমাণ পেয়ে তাঁর ডাচ্‌-বাংলা ব্যাংকের কক্সবাজার শাখায় একটি হিসাবের ১ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা জব্দ করা হয়েছে।

অনুসন্ধান কর্মকর্তার আবেদনে কক্সবাজার সিনিয়র দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গত বৃহস্পতিবার এ টাকা জব্দের নির্দেশ দেন।

২৮ মে রোববার আদালতের নির্দেশনার চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন ডাচ্‌-বাংলা ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক সাজ্জাদ শাহ আলম।

চিঠিতে বলা হয়েছে, বিআরটিএর সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যাংকের মাধ্যমে ঘুষ লেনদেন ও অবৈধ সম্পদ অর্জন অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধান কর্মকর্তা নথি পর্যালোচনা করে তাঁর মালিকানাধীন ‘মেসার্স ঘাসফুল ট্রেডার্স’র নামে ডাচ্‌-বাংলা ব্যাংক কক্সবাজার শাখায় একটি হিসাবে ২ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৯৬৪ টাকা জমার তথ্য পান। এর মধ্যে বর্তমানে ছিল ১ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা। অনুসন্ধানে আরিফুল ইসলাম বিপুল এ অর্থ লেনদেন ও উৎসের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। টাকাগুলো অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে উল্লেখ করে তা জব্দের আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ বলেন, ‘আদালতের নির্দেশে টাকাগুলো জব্দ করা হয়েছে। আরিফুলের বিষয়ে অনুসন্ধান চলছে।’ বিষয়টি জানতে আরিফুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।