চট্টগ্রাম ১০ আসনের সাংসদ সদস্য সাবেক মন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান, বরেণ্য চিকিৎসক ও রাজনীতিবীদ ডাঃ আফসারুল আমিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মরহুমের মৃত্যুতে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোকন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের প্রথম জানাযা আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসে শনিবার (৩ জুন) সকাল ১০ টায় অনুষ্টিত হবে।এরপর তাঁর দ্বিতীয় নামাজে জানাযা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ প্রাঙ্গনে অনুষ্টিত হবে আছরের নামাজের পর। পরবর্তীতে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গনে বাদে এশা তৃতীয় নামাজে জানাযা শেষে তাঁকে মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।