আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইন্টারনেসনাল কমিটি অফ দা রেড ক্রস (আই সি আর সি) এর যৌথ আয়োজনে দুইদিন ব্যাপী একটি সার্টিফিকেট কোর্স বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস (আই সি আর সি) এর আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিনিধিগণ। বিশ্ববিদ্যালয় এর পক্ষে প্রতিনিধিত্ব করেন আইন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক মোঃ মনজুর হোসেন পাটোয়ারী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ডঃ মোহাম্মদ মাহমুদুল হাসান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাচিত সিনিয়র শিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশনএর মহাপরিচালক, প্রফেসর  ডঃ মোহাম্মদ নাজমুল হক নাদভী। দুইদিনব্যাপী কোর্সের প্রথম দিন সকাল ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয় এবং দ্বিতীয় দিন বিকেলে  সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি হয়। কোর্সের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে সচেতন করে তোলা এবং ইসলামী আইন ব্যবস্থা ও আন্তর্জাতিক মানবিক আইনের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তা তুলে ধরা। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবিক আইন ও ইসলামের মধ্যে সম্পর্ক বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন আইসিআর সির মানবিক বিষয়ক উপদেষ্টা  শরিফুল আলম, আই সি আর সির  আইন বিষয়ক উপদেষ্টা  মশরুর আনসারী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হক নাদভী,  আইন বিভাগের সাবেক সভাপতি  মোঃ রিদওয়ান গনি, সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈন উদ্দিন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দীন, অধ্যাপক নাছির উদ্দীন তাঁর উপস্থাপনায় আন্তর্জাতিক মানবিক  আইন ও ইসলামী আইনের মধ্যে যে গভীর সামঞ্জস্যতা রয়েছে তা তুলে ধরে  বলেন, ইসলামী আইনে যুদ্ধ সম্পর্কিত বিধি-বিধানসমূহের অস্তিত্ব পাওয়া যায় সপ্তম শতাব্দী থেকে আর আধুনিক আন্তর্জাতিক মানবিক আইনের যাত্রা শুরু হয়েছে উনবিংশ শতাব্দী থেকে। তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে যুদ্ধের ভয়াবহতা সীমিত পর্যায়ে রাখার যে নীতিসমূহ বর্ণিত রয়েছে তা একত্রিত করে একটি সার্বজনীন মানবিক আইন প্রণয়নের বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানের  সার্বিক তত্ত্বাবধান  ও সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈন উদ্দিন।