বিশ্বমানবতার মুক্তির দূত রাসুলে করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.) এ ধরাধামে শুভাগমনের মাস পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আজ চট্টগ্রাম কর্ণফুলী গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক আখতারুজ্জামান চত্বরে বিকাল ৩ ঘটিকায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। বিকেল ৩টা হতে কর্ণফুলী থানার আওতাধীন শিকলবাহা উত্তর, শিকলবাহা দক্ষিণ, চরপাথরঘাটা, চরলক্ষ, জুলধা ও বড় উঠানসহ  বিভিন্ন এলাকা হতে মিছিল সহকারে গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীরা মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বরে সমবেত হতে থাকে। নামাজে যোহরের পর এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসল্লীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, চাঁদ ও চার তাঁরাকার ত্রিকোণাকার সবুজ আনজুমান ট্রাস্টের পতাকা, বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের আহবান সম্বলিত প্লে-কার্ড, ফ্যাষ্টুন, ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি হামদ-না’তে রাসুল (দ.), নারায়ে তকবির - আল্লাহু আকবর, নারায়ে রিসালাত- ইয়া রাসুলাল্লাহ (দ.) সহ নানা শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে কর্ণফুলী উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজবাজার এজে চৌধুরী কলেজ ময়দানে গিয়ে শেষ হয়। এর আগে শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ ইমশিহাব উদ্দীন ও পবিত্র নাতে মোস্তফা (দঃ) পরিবেশন করেন শায়ের নুরুউল্লাহ মাহির, স্বাগত র‌্যালী ও জুলুস সাজসজ্জার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত র‌্যালীর পূর্ব সমাবেশ কর্ণফুলী গাউসিয়া কমিটির সহসভাপতি মন্জুর আলম মন্জু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, উদ্ভোধক ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ তছকির আহমদ, প্রধান বক্তা ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মৌলানা মুহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম  দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবউল্লাহ মাষ্টার, কর্ণফুলী গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সি,
বিশিষ্ট সমাজ ও রাজনীতিবিদ আলহাজ্ব মুহাম্মদ আজাদ মিয়া, কর্ণফুলী গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব ফজল আহমদ,  সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম, কর্ণফুলী মানবিক টিমের সদস্য সচিব নজরুল ইসলাম,
মৌলানা মুফতি জাকির আলম, মৌলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মওলানা আবু সাদেক আল কাদেরী, মৌলানা এমদাদুল ইসলাম আল কাদেরী, মৌলানা রেজাউল মোস্তফা, মৌলানা আবুল কাশেম, মৌলানা হারুনর রশীদ, মৌলানা মুহাম্মদ ফারুক রেজা, মৌলানা শফিকুর রহমান আল কাদেরী, এতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারী রহমাতুল্লিল আলামীন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এ ধরাতে শুভাগমনের মহান নিদর্শন পবিত্র মাহে রবিউল আউয়াল। সৃষ্টির মূল রহস্য রাসুলে করীমের (দ:) এ পৃথিবীতে শুভাগমন বিশ্বমানবতার জন্য এক মহা নেয়ামত। আর এ নেয়ামত প্রাপ্তিতে পবিত্র কোরআনে করীমে শোকরিয়া আদায়ের মাধ্যমে সাফল্য অর্জনের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্যে প্রিয় নবীর ৪০তম নূরানী আওলাদ, চলতি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ আওলাদে রাসুল গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) ১৯৭৪ সনে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) গোড়াপত্তন করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী সমাদৃত। বক্তারা আনজুমান ট্রাস্ট’র উদ্যোগে আওলাদে রাসুলের নেতৃত্বে ০৯ই রবিউল আউয়াল রাজধানী ঢাকায় এবং ১২ই রবিউল আউয়াল বন্দর নগরী চট্টগ্রামে ৫১তম জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানান।
এতে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী পাঁচ ইউনিয়নের ওয়ার্ড ইউনিট হতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ মন্জুর আলম, মুহাম্মদ জহিরুল ইসলাম, মাস্টার মাসুক আহমদ, নূরুল আক্কাস জীবন, মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ ইকবাল, আবদুল মজিদ শাহিন,  আব্দুল আলিম, আহমদ নবী মধু, দোস্ত মুহাম্মদ, আবদুল লতিফ, মুহাম্মদ ফারুক, মাস্টার তৈয়ব হুসেন, নুরুল আবছার আজাদ, মুহাম্মদ দিদারুল ইসলাম, সুলতান উদ্দিন টিপু, জানে আলম, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ জামাল, মুহাম্মদ নাসির, নাজিম উদ্দিন, মুহাম্মদ নরুল আবছার আশিক, মুহাম্মদ হাসান,লোকমান হুসেন রানা, ফজলুল করিম,মুহাম্মাদ আরমান, মুহাম্মদ আব্বাস, সোলাইমান ফারুকী, মুহাম্মদ জাহিদ, মীর আহমদ, নূর মোস্তফা, মাহফুজুর রহমান মেজবাহ, আরফাত রহমান, মুহাম্মদ রফিক উদ্দিন, মুহাম্মদ নূর উদ্দিন, খোরশেদ আলম, জোবায়েদ হোসেন রনি, শহিদুল ইসলাম, মুহাম্মদ আরিফ, জাওয়ায়েদ হুসেন তানজিম, মুহাম্মদ জাবেদ, লুৎফর রহমান, মুহাম্মদ ইশতিয়াক, আবুল হায়াত তাজবির সহ আরো অনেকে, পরে বিশ্ব মুসলিম মিল্লাতের শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করেন মৌলানা মুহাম্মদ ইউনুস অহিদী।