হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের নির্দেশনা আলোকে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর সিদ্ধান্ত বাস্তবায়ন ও চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের  সাথে চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির  মধ্যে ১৯৯৭ সালের ৮ জানুয়ারি সম্পাদিত চুক্তিটি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।


চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ফকিরহাট কার্যালয়ের   সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বারেক বিল্ডিং মোড় হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


আগামীকাল সকালে শ্রম দপ্তর ঘেরাও ।আগামী ২০ তারিখ কর্ণফুলী নদীর বহিঃনোঙ্গর ও আউটারে লাইটার জাহাজের হেজের মধ্যে পণ্য খালাসের কাজটা চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের  নিবন্ধিত শ্রমিক ছাড়া অন্য কেউ করতে পারবে না।

 

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান জনি, কার্যকারী সভাপতি  এম.এ কালাম,  সিনিয়ার সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম,  সহ-সভাপতি সাইদুল হক মেম্বার, সাধারণ সম্পাদক ইদ্রিস কেরাণী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাকের, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক সুধীর চন্দ্র দাস, কোষাধাক্ষ আবুল কাশেম, যোগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার আরমান সহ প্রমুখ।