রবিবার নগরীর ইপিজেড থানার ২নং মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ মোঃ রাশেদ উদ্দিন, মঈন, কবির আহাম্মদ, মোঃ ওসমান গণি, মোঃ মামুন এবং মোঃ সাইফুল ইসলামকে আটক করেন।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানার নন এফআইআর প্রসি: নং -৯৭, ১৭/০৯/২০২৩ খ্রিঃ রুজু হয়।