মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক ব রুহুল আমিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার নগরীর হালিশহর থানাধীন আব্বাস পাড়া টোলরোডস্থ পাকা ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য মোঃ রকি, মোঃ সুজন ও মোঃ ভাবন প্রঃ রিপনকে ০১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ০২ টি কার্তুজ, ১টি ধারালো ছোরা, ০১ টি কিরিছসহ আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা জানায় তারা সহ তাদের সাথে থাকা অন্যান্য সদস্যরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা মতে টোল রোড দিয়ে যাতায়াত করা বিভিন্ন গাড়ী’কে টাগের্ট করে গাড়ীর মালামাল ও গাড়ীর যাত্রীদের মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে উক্ত স্থানে সমবেত হয়েছিলো।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি সহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, মাদক ও ডাকাতির প্রস্তুতি সহ ১১ টি মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।