বেসরকারী স্বাস্থ্য সেক্টরের শ্রমিক কর্মচারীদের জন্য জাতীয় মজুরী বোর্ড গঠন করে নিম্নতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, রেশনিং প্রথা চালু, প্রত্যেক হাসাপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারে শ্রম আইন বাস্তবায়ন, বেআইনীভাবে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবী।
আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবী করেন বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবদুর রহিম।
তিনি লিখিত বক্তব্যে বলেন, লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীরা সকল প্রকার আইনী অধিকার ও ন্যার্য্য মজুরী থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে ইউনিয়নের পক্ষ থেকে সরকার তথ্য শ্রম মন্ত্রানলয়ের কাছে নিম্নতম মজুরী বোর্ড গঠনের দাবীতে মিছিল, সমাবেশ, মানবন্ধন করলেও পাঁচ বছরেও এই সেক্টরে মালিক পক্ষের অসহযোগিতার কারণে এখনও পর্যন্ত নিম্নতম মজুরী বোর্ড গঠন করা হয়নি। ফলে এ সেক্টরের লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীরা প্রশাসন, মালিকপক্ষের কাছে জিম্মির জীবন যাপন করছে। নিম্নতম মজুরী বোর্ড না থাকায় হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে যে যার মত বেতন/ মজুরী প্রদান করছেন। দেশের প্রচলিত বিদ্যমান শ্রম আইন ও শ্রম বিধি থাকলেও হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারের মালিক পক্ষ তাঁরা এ আইনের কোন তোয়াকাই করেন না। এসমস্ত ব্যাপারে চট্টগ্রামে শ্রম মন্ত্রনালয়ের দুইটি দপ্তর থাকলেও তাদের কোন তৎপরতা চোখে পড়ে না।কর্মক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের সাথে অশালীন ভাষায় গালাগাল দেওয়া, শারীরিক নির্যাতন, নারীদের যৌন হয়রানি মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ট তপন দত্ত ,মোহাম্মদ ইফতেখার কামাল খান- সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কার্যকারী সভাপতি সুলাল শীল, সহ-সভাপতি বিপ্লব দাশ, সহ সাধারণ সম্পাদক হামিদা বেগমসহ প্রমুখ।