মানবপাচারের ৫৬ দিন পর বাকলিয়া থানা অপহৃত ৪ জন ভিকটিম টেকনাফ বঙ্গোপসাগরের পাড় (লম্বরীঘাট) থেকে উদ্ধার করে।

বাকলিয়া থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ আব্দুল কাদের তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  অপহৃতদের  উদ্ধার করেন।