ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে  ক্লুলেস চুরি মামলার মূলহোতা সহ চোরাই চক্রের ৩ সদস্য আটক এবং চোরাইকৃত টাকা দিয়ে ক্রয় করা একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার।
 

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি রাংগামাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: রাসেল, মো: বাদশা এবং মো: বেলাল উদ্দিন বাবুকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত টাকা দিয়ে ক্রয় করা একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।