খুলশী থানার টহল পুলিশ টাইগারপাস মোড়স্থ হিরো মিয়ার টং দোকানের সামনে ও আমবাগানস্থ মিন্টু কলোনীর মুখে শাহ আলমের অটোরিক্সা চার্জিং গ্যারেজে অভিযান পরিচালনা ছিনতাকারীদের গ্রেফতার করেন । তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি চালিত গাড়ি ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।