চকবাজার থানার এসআই মোঃ মনজুরুল আলম ভুঁঞা এর নেতৃত্বে চট্টেশ্বরী রোডস্থ গোয়াছি বাগান মসজিদের সামনে চমেক ছাত্রাবাসের পিছনে পাহাড়ের ঢালে নির্জন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি-গ্রহণকালে ১টি টিপ-ছোরা, ০২টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ছোরা, ১টি লোহার তৈরি হলুদ রংয়ের শাটার কাটার যন্ত্র, ১টি লোহার রডসহ অনিক দাশ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আরিফ, মোঃ হোসাইন এবং শুকুর আলী প্রকাশ বাবুকে গ্রেফতার করেন।
গোয়াছি বাগানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫
