ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে আইয়ুবপুর ইউনিয়নের চর-ছয়আনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চর-ছয়আনি গ্রামের বিথী আক্তার (৪০) এবং তার দুই ছেলে মাহিন ১৬ ও মহিন (৭)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।’