চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কলেজ গেইট থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে খাঁন হাট সরকারি কলেজ প্রদক্ষিণ করে পুনরায় গাছবাড়িয়া কলেজ গেইট এসে শেষ হয়।
উপজেলার আ’ লীগের উদ্যোগে রবিবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে এ সমাবেশ শুরু হয়।
কথিত সরকার উৎখাত আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি ও জামায়াত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের অন্তর্গত বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক এ কর্মসূচিতে অংশ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু আহমদ চৌধুরী জুুনু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আব্দুল জব্বার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলার সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, কাউন্সিলর যথাক্রমে, মোজাম্মেলহক, মো. আলমগীর, বৈলতলী আ’লীগের সভাপতি কবির সওদাগর, যুবলীগ নেতা মো. শাহজাহান গাজীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।