রেলওয়ে হাসপতাল চট্টগ্রামে ডিজিটাল এক্স-রে , অটোমেটেড বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি এনালাইজার সমৃদ্ধ ডিজিটাল ল্যাবরেটরী উদ্ভোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো : কামরুল আহসান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জিএম(পূর্ব ) মো: নাজমুল হাসান, রেক্টর আহম্মেদ মাহবুব চৌধুরী, সিএমও (পূর্ব ) ডা: ইবনে সফি আবদুল আহাদ, সিএমও( পশ্চিম) ডা: আনিসুল হক, ডিআরএম মো: সাইফুল ইসলাম, , ডিএমও ডা: শিবু নাথ , রেলওয়ে শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি শেখ মো: লোকমান হোসেন সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।