নগরীর দেওয়ান বাজার ওয়ার্ডের বাসিন্দা মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা দুই সহোদর দক্ষিণ কোরিয়ার আয়োজনে সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণ পদক জয় করে বাংলাদেশ তথা চট্টগ্রামর সুনাম আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী আজ মঙ্গলবার বিকালে প্যারাগন সিটি টাওয়ারে তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন।   

দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক সাবেক প্যানেল মেয়র আয়োজক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী কৃতি দুই সহোদরের হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন এ.কে.এম.বেলায়েত হোসেন, আমিনুল হক, আহম্মদ হোসেন আবদুল গনি, লোকমান হাকিম চৌধুরী, মোঃ আকতার, আবু জাফর চৌধুরী, সুফিয়ান সিদ্দিকী, আবদুল্লাহ আল হারুন, জহির উদ্দিন, আবদুল্লা আল নোমান, জহির উদ্দিন আহমেদ চৌধুরী, মোঃ হাসিব উর রশিদ, লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার সুজিত মজুমদার, বাবু স্নেহময় দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা আবুল বশর ভূইঁয়া, আবু মুছা, ইন্জিনিয়ার সরোজ সাহা মফিজুল ইসলাম, নেপাল চন্দ্র ধর সহ এলাকাবাসী।