চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের টহল দল ৫ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ১ টা ও ২.৩০ টায় পৃথক পৃথক অভিযানে ১৪শত ঘনফুট জ্বালানী কাঠসহ ২টি কাভার্ডভ্যান আটক করেছে।
সহযোগী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মোঃ সোলায়মান হোসেনের নেতৃত্বে পরিচালিত টহল দল চট্টগ্রাম শহরের খুলশী থানাধীন টেকনিক্যাল এলাকায় রাত ১টায় ৬৯০.০ ঘনফুট কাঠসহ কাভার্ডভ্যান নং-ঢাকা মেট্রো-ট-১৩-৬৮৭৮ ।

অন্য এক অভিযানে বায়েজিদ থানাধীন টেক্সটাইল মোড় এলাকায় রাত ২.৩০ টায় ৭২০.০ঘনফুট কাঠসহ অপর কাভার্ডভ্যান নং- ঢাকা মেট্রো-ট-১১-৮৯৯৩ যোগে অবৈধভাবে পাচার কালে আটক ও জব্দ করা হয়। আটক কাঠসহ কাভার্ডভ্যান ফিরিঙ্গী বাজার সরকারী কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।