বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আয়োজনে ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে ৮ই মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শান্তি র্যালি, রক্তদান কর্মসূচি,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে খাদ্য বিতরণ,স্কুল কলেজ ইউনিটের উদ্যোগে দেয়ালিকা প্রদর্শনী, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।এরপর বিভিন্ন স্কুল কলেজের ১০০০ যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি র্যালী প্রেস ক্লাব হতে বের হয়ে জালামখান হয়ে চেরাগিপাহাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা চট্টগ্রাম সিটি ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের মাননীশ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন "সূচনালগ্ন থেকেই রেড ক্রিসেন্ট আর্ত মানবতার সেবা করে আসছে।যেকোনো প্রাকৃতিক দুুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রনী ভূমিকা পালন করছে।মানবিকতার প্রসারে যুব কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।"
সভায় বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার, সিটি কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, মোঃ ইমতিয়াজ । চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজীদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ,মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, কাজী তৌফিকুল আজম,মোশরাফুল হক চৌধুরী পাভেল,প্রাক্তন যুব প্রধান সোমিত্র চৌধুরী, সিনিয়র সদস্য জাহেদ হোসেন, মোহাম্মদ আলী হায়দার চৌধুরী সাইমন, সিটি ইউনিটের ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু ও ইউনিট লেভেল অফিসার মোঃ আবদুর রহিম আকন ও যুব সদস্যবৃন্দ।
মানবিকতার প্রসারে যুব কার্যক্রমকে আরও বেগবান করতে হবে-মেয়র
--আলী হায়দার চৌধুরী সাইমন--