ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত তদারকি কর্মকর্তা এডিসি শাহিদুর রহমানকে হঠাৎ করে বদলি করা হয়েছে। একই সঙ্গে এডিসি ও এএসপি পদমর্যাদার আরও ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁদের বদলির খবর জানা যায়।
এডিসি শাহিদুরকে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিবির এই কর্মকর্তা ঘটনার তদন্তে যখন নেপাল অবস্থান করছেন, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তাঁর বদলির প্রজ্ঞাপন হলো।
একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও যাদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন—ডিএমপির ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আতিকুল ইসলামকে খুলনা জেলা, এপিবিএনর অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম কামরুল ইসলামকে র্যাব, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকারকে নোয়াখালী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে দিনাজপুর, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলামকে রাঙামাটি সদর সার্কেল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনকে কুষ্টিয়া, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদকে মৌলভীবাজার, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেনকে পাবনা এবং রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলামকে রাঙামাটি কাপ্তাই সার্কেলে বদলি করা হয়েছে।
অপরদিকে, সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ জনকে বিভিন্ন জেলা ও মহানগরে বদলি করা হয়েছে।