গতকাল ১ জুলাই লায়ন্স সেবা বর্ষের প্রথম দিনে  "কামালে ইশকে মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ফাজিল মাদ্রাসা" প্রাঙ্গনে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫- বি৪ এর এল,সি,এফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর  লায়ন মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের কনসার্ন  জোন চেয়ারপার্সন লায়ন সেলিম উদ্দীন শিকদার এম,জে,এফ, কামালে 
ইশকে মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  জনাব তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির, জোন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির হিমু, ক্লাব সভাপতি লায়ন লুভনা হুমায়ুন সুমি, ক্লাব সেক্রেটারি লায়ন ইমরুল চৌধুরী এম, জে, এফ , লায়ন হাফেজ মোঃ ইসমাইল, লায়ন তাপস কান্তি তালুকদার। মাদ্রাসার পক্ষে আরো উপস্হিতি ছিলেন জনাব জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কাশেম,সিকান্দারুল হক রুমু, ছৈয়দুল আলম প্রমুখ।