নগরের ফলমন্ডির একটি ফলের আড়তের ১ কোটি ৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যান ম্যানেজার আব্দুল কাদির। এ ঘটনায় সোমবার (১ জুলাই) আনোয়ারা থানার গহিরা দোভাষী বাজার বেঁড়িবাধ এলাকা অভিযান চালিয়ে তার সহযোগী মো. মাসুদুল আলমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধার করা হয় ৯৬ লাখ টাকা।
থানা সুত্রে জানা যায়, গত ২৮ জুন ফলমন্ডির মেসার্স তৈয়্যবিয়া ফার্মের মালিক মো. আলী হোসেন প্রতিষ্ঠানের ম্যানেজারের বিরুদ্ধে ১ কোটি ৮ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ করেন কোতোয়ালী থানায়।
সোমবার আনোয়ারার গহিরা দোভাষী বাজার বেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে ম্যানেজারের খালাতো ভাই ও সহযোগী মাসুদুল আলমকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় তার বাড়ি থেকে ৪৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে গত ২৯ তারিখ বাকলিয়া এলাকা থেকে আরও ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক জানান, ব্যবসায়ীর কোটি টাকা আত্মসাতের বিষয়ে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারি আসামি ভারতে পালিয়েছে।
পরে ফোনে যোগাযোগের সূত্র ধরে অভিযান চালিয়ে সহযোগী মাসুদুল আলমকে গ্রেপ্তার করা হয় এবং দুই জায়গা থেকে প্রায় ৯৭ লাখ টাকার মতো উদ্ধার করা হয়। বাকি টাকার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।