আজ পাঁচলাইশ মডেল থানার এসআই মোঃ ইমাম হোসেসের নেতৃত্বে   পাঁচলাইশ থানাধীন রহমাননগর এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ৬৪৪৬/১৬, জিআর- ২০৩/১৬, খুলশী থানার মামলা নং- ১৬(৯)১৬, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) সংক্রান্তে  আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইউসুফকে গ্রেফতার করেন।