বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজান উপজেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব আনোয়ার হোসেন এক বিবৃতিতে নোয়াজিষপুরের বিএনপি নেতা ফোরকান শিকদার,যুবদল নেতা সোহেল, মোঃ শিমুল ও মোঃ পারভেজের উপর হামলার তীব্র নিন্দা জানান। উল্লেখ্য গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় একদল সন্ত্রাসী নোয়াজিষপুর বিএনপি নেতা ফোরকান শিকদার ও যুবদল নেতা সোহেল, মোঃ শিমুল ও মোঃ পারভেজের উপর হামলা করলে তারা মারাত্মক আহত হয়। নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসীরা নোয়াজিষপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।