দক্ষিণ খুলশী পোর্ট সিটি ইউনিভার্সিটি সংলগ্ন খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান টি ক্লাব প্রাঙনে অনুষ্ঠিত হয়।
খুলশী কারাতে একাডেমির প্রেসিডেন্ট লায়ন মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর মাননীয় কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক সেনসি জুয়েল ওসমানী, খুলশী কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক সেনসি জয়জিত চৌধুরী, খুলশী চাইল্ড গ্রামার কে জি স্কুলের প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি, সহকারী প্রশিক্ষক মোঃ জাওয়াদ কবির রাইমান । বেল্ট পরীক্ষায় অংশ নিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তারা হলো যথাক্রমে খন্দকার ফারাহ, উলফাত তন্ময়ী,দেবার্যূণ সেন গুপ্ত,জুবায়ের আহমেদ অপূর্ব, ইভা দেব, স্বত্ত্বকী দেব,বৃন্দা চৌধুরী,ফা-আ লুল্লীমা ইউরিদ,মোঃ রুসিইদ হোসাইন, অরিজিৎ চৌধুরী,আমাতুল আলিম আফিফা, তাহিয়া ইসলাম,ফাইরুজ তাসনিম আনিশা,ফাইরুজ তাসনিম মাইশা, নুসাইবা ইসলাম,শ্রেয়া হাওলাদার,শরৎ হাওলাদার, মোঃ আমিনুল ইসলাম আলিফ,আকিবুল ইসলাম আবির, ফাইজাতুল মোর্শেদ মাইশা, মীর মাহাদ আলী ফারহান ও ফাইরুজ মালিহা জাইমা।