বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিল্পাঞ্চলগুলোতে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার প্রেতাত্মারা বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। তিনি বলেন, ৫০ লাখেরও বেশি শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করেন। এই সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নানা প্রকার অপকৌশল করে যাচ্ছেন পাশের দেশে বসে। তাই বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি স্বৈরাচারী গণহত্যাকারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য।
আজ শনিাবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এক শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, বিগত আন্দোলনে যারা এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের অন্তত ৬০ ভাগ শ্রমিক-কর্মচারি। আমি বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, তারা যেন শিল্পাঞ্চলে অবস্থান নিয়ে ষড়যন্ত্রকারীদের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে পারে।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে যে জঞ্জাল সৃষ্টি করেছে, আমরা ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছি তা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য।
জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শিমুল বিশ্বাস, বিএনপির কার্যনির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকার হুমায়ুন কবির খান, মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম প্রমুখ।