চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ জুলাই) সকাল ১১টায় ইস্টার্ন রিফাইনারির জেটিতে অপরিশোধিত তেল খালাসের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর দীর্ঘ দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহামুদ মালেক আজ বিকেলে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে একটি সাত সদস্যের, অপরটি চার সদস্যের। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মাহামুদ মালেক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। জাহাজের ফরোয়ার্ড সাইডে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। আজ সকালে ইস্টার্ন রিফাইনারির জেটিতে অপরিশোধিত তেল খালাসের সময় বিস্ফোরণের পর আগুনের এ ঘটনা ঘটে।
নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম উল্লাহ জানান, ঘটনার সময় তিনজন নিখোঁজ ছিল। অন্যরা যে যেভাবে পারছে আত্মরক্ষা করেছে। পরে জাহাজের ভেতর থেকে জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম, ডেক ক্যাজুয়াল সদস্য হারুনের খণ্ডিত মরদেহের অংশ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর অত্যাধুনিক পাঁচটি টাগবোট, চট্টগ্রাম বন্দরের পাঁচটি টাগবোট, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট জ্যোতির চতুর্দিক থেকে পানি স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএসসির মেরিন অফিসার সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম। আগুনে জাহাজের ফরোয়ার্ড সাইডে ক্ষতি হয়েছে। অয়েল ট্যাঙ্কারে ছড়িয়ে পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের সহযোগিতায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, ১৬ হাজার টন ধারণ ক্ষমতার বাংলার জ্যোতি বহির্নোঙ্গর থেকে ১২ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারিতে খালাস করছিল। এ আগুনের ঘটনায় বন্দর চ্যানেলে কোনো সমস্যা হয়নি। এ সময় ডলফিন জেটিতে তেল খালাসের অপেক্ষায় থাকা আন্য জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেফটি) এ কে এম নঈমুল্লাহ জানান, বহির্নোঙ্গর থেকে প্রায় ১২ হাজার টন অপরিশোধিত ক্রড অয়েল নিয়ে ইস্টার্ন রিফাইনানিতে খালাস করছিল জাহাজটি।