লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়া,লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোভ্যালী, ও লায়ন্স ক্লাব অব চিটাগাং রেনেসাঁসার যৌথ উদ্দোগে  খুলশী চাইল্ড গ্রামার কে. জি  স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা,  হাত ধোয়া দিবস পালন, সাবান প্রদান, পরিছন্নতা অভিযান ও  খাবার বিতরন  করা হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এম জে এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর  লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি,এম, জে এফ, সন্মানিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, জি,এম,টি ড্রিস্ট্রিক কোর্ডিনেটর লায়ন ইন্জিনিয়ার  চন্দন দাশ, এল সি আই এফ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোঃ হুমায়ুন কবির, আর সি হেড কোয়াটার লায়ন তারেক কামাল, লায়ন ইন্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন খোরশেদ আলম, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন সেলিম উদ্দীন শিকদার এম জে এফ, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মাহবুব আলম, লায়ন্স ক্লাব   অব চিটাগাং বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন লুভনা হুমায়ুন সুমি, লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোভ্যালীর প্রেসিডেন্ট লায়ন  এ,এস,এম সাজ্জাতুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগাং রেনেসাঁর প্রেসিডেন্ট লায়ন শান্তা বড়ুয়া,লায়ন মোঃ নিজাম উদ্দিন,  লায়ন তাপস কান্তি তালুকদার, লায়ন আবিদা সুলতানা,উক্ত অনুষ্ঠানে খুলশী চাইল্ড গ্রামার কে জি স্কুলের ভাইস প্রিন্সিপাল নুরুন্নাহার  সহ স্কুলের সকল শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।