হাটহাজারীকে চট্টগ্রামের অন্যতম সেরা উপজেলা হিসেবে তৈরি করতে চাই আমি। আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলমের অসমাপ্ত কাজ শেষ করতে হাটহাজারীর জনসাধারণকে আমার সাথে পেতে চাই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে আলোচনায় আছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি চট্টগ্রামের হাটহাজারী-৫ আসনের জন্য ইতোমধ্যে বিএনপি থেকে আছেন বেশ ভালো অবস্থানে।
ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। তাঁর বাবা ছিলেন সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম। তিনি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। গত ২৭ মে সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুর পর রাজনীতির মাঠেও সরাসরি সক্রিয় হয়ে ওঠেন ব্যারিস্টার শাকিলা। হাটহাজারীতে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।
সকালের চট্টগ্রাম: হাটহাজারী নিয়ে আপনার পরিকল্পনা কি?
শাকিলা ফারজানা: বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই হাটহাজারী থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে চাই আমি। আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এ আসনে টানা চারবার সংসদ সদস্য ছিলেন। আমি তার উত্তরসূরি হিসেবে এ আসনে নির্বাচন করতে চাই। তাছাড়া হাটজাজারীর যোগাযোগ বাবস্থা খুব খারাপ,চসিক ১ নং ওয়ার্ডের রসুল পুর নামে একটা এলাকা আছে, যেখানে বিদ্যুৎ নাই, ঠান্ডা ছড়ি থেকে সেকান্দর কলোনী হয়ে নগর কানন আবাসিক, আকবর শাহ মাজার পর্যন্ত সড়ক টি ১৮ বছর ধরে হচ্ছে না,ইতিমধ্যে এসব বিষয় এ অবগত হয়ে আমি প্রাথমিক কাজ শুরু করেছি, আপনাদের দোয়া ও সমর্থন পেলে বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।
সকালের চট্টগ্রাম: বিএনপি থেকে নমিনেশন পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী?
শাকিলা ফারজানা: তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে সরকারের রোষানলে পড়া নেতাকর্মীদের আইনি সহযোগিতা করার কারণে আমাকেও মিথ্যা মামলায় ১০ মাস কারাবরণ করতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছিল, জাতীয়তাবাদী রাজনীতির জন্য আমিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে চাই। সবকিছু বিবেচনায় আমি মনোনয়ন এর ব্যাপারে শতভাগ আশাবাদী।
বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে বিশ্বে নারী নেতৃত্ব সমাদৃত। হাটহাজারীতে এ পর্যন্ত কোনো নারী প্রার্থী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি বা মনোনয়নপ্রত্যাশী ছিলেন না। আসন্ন নির্বাচনে বিএনপিতে প্রথম নারী প্রার্থী এবং মনোনয়নপ্রত্যাশী আমি।