উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে রেঞ্জার মালেকের সহযোগিতায় ইসকন ভবন নির্মাণ অব্যাহত রাখেন এমন অভিযোগ পাওয়া গেছে ।
উত্তর বনবিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় পাহাড়ে বন বিভাগের আট একর সম্পত্তির উপর ইসকন নামে একটি সংখ্যালঘু সম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া যায়। তৎকালীন উত্তরবন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হক বনভূমি উদ্ধারে মামলা দায়ের করেন।
মামলা চলাকালীন সদ্য সাবেক শহর রেঞ্জ কর্মকর্তা কর্মকর্তা আব্দুল মালেকের উপর মামলা পরিচালনার দায়িত্ব পড়ে। মামলা পরিচালনা দায়িত্ব পাওয়ার পর ইসকনের সাথে আর্থিক সুবিধা নিয়ে অলিখিত সমঝোতার মাধ্যম উচ্চআদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ সহযোগিতা করেন এবং ইসকন ভবন নির্মাণ অব্যাহত রাখে। উক্ত কর্মকর্তা আদালতে বারবার সময় প্রার্থনা করে মামলা পরিচালনা ব্যাহত করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৬ শে জানুয়ারি মামলার ধার্য তারিখেও সময় চেয়ে আবেদন করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন অধিশাখা)শামিমা বেগম সকালের চট্টগ্রামকে বলেন, বন বিভাগের পাহাড়ে ইসকনের বহুতল ভবন নির্মাণে বন বিভাগের যেসব কর্মকর্তারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক সদর মো: জয়নাল আবেদীন সকালের চট্টগ্রামকে বলেন, প্রবর্তক পাহাড়ে বন বিভাগের ৮ একর জায়গা আছে। জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। একটি সংগঠন এই জায়গাটি দখল করার চেষ্টায় আছে। আমরা মামলা করেছি। কোন নির্মাণ কাজ না করার জন্য উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে। মামলাটির পরিচালক ছিলেন উত্তর বন বিভাগের সদর রেঞ্জার মোঃ মালেক।