জামায়াত ইসলামী বাংলাদেশ সঙ্গ ছাড়ছে না বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান , সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালব সিআইপি।

আজ নগরীর তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভায়  এম এ মোতালব সিআইপির আশে পাশে জামায়াত নেতাদের দেখা গেছে।তাদের মধ্যে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি ও জামায়াত নেতা সরওয়ার কামাল, সাবেক সভাপতি ও জামায়াত নেতা আবদুল খালেক , যুগ্ন সম্পাদক ও জামায়াত নেতা আবদুল আলিম, জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক, মোতালব সিআইপির ব্যবসায়ী পাটনার  জামায়াত ঘরোনার আবদুস শুক্কুরসহ অনেকে।
 
সাবেক চেয়ারম্যান এস আই চৌধুরীর স্মরণ সভায় সাংসদ আবু রেজা নেজামুদ্দিন নদভী বিপ্লব বড়ুয়ার প্রসঙ্গ তুলে সাংসদ নদভী বলেন, আপনি মোতালেব সাহেবকে বলেন জামাত ছাড়তে। মোতালেবের সাহেবের ছোট ভাই মাহমুদুল হক জামাতের বড় হাড্ডি।

উল্লেখ্য  ২০১৭ সালে ২৪শে মে চকবাজার থানার সিরাজদ্দৌল্লাহ রোডে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইটের একটি বাসা থেকে সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামীর আমিরসহ সরোয়ার কামালকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে ।