সাতকানিয়ায় চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ ও আওয়ামীগ নেতা প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রত্যক্ষ মদদে ক্যান্সার আক্রান্ত প্রবাসীর ইট ভাটা দখলের প্রতিবাদে মানববন্ধন আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোহাম্মদ আবদুস সালাম এর সভাপতিত্বে এওচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ। এতে আরো বক্তব্য রাখেন ব্রিকফিল্ডের মালিক মোঃ শামসুল ইসলাম ।

এতে প্রধান অতিথি বলেন, আনসারুল হক এবং তার বন্ধু মোঃ কামাল উদ্দিনসহ আরো কয়েকজন বন্ধু যৌথভাবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন এস.এম.বি (শাহ মজিদিয়া ব্রিকস) নামে একটি ব্রিক-ফিল্ড ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সাতকানিয়া এমপি নদভীর প্রত্যক্ষ মদদে ভুমিদস্যু, পাহাড় খেকো নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে গত ২৩ মে দুপুর আনুমানিক ২টায় চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ নোমান ও নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে‘শাহ মজিদিয়া ব্রিকস্’ ইট ভাটাটি জোরপূর্বক দখলে নিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ইট লুট করে নিয়ে যায় এবং অবশিষ্ট কাচা ইট ভাংচুর করে। উল্লেখ্য, গত ২৭ মে নগরীর ওয়েল পার্ক হোটেলে ইটভাটা মালিক কামাল উদ্দিনের স্ত্রী মোর্তোজা বেগম ইটভাটা দখল করে নেওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন।

তিনি উক্ত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, তার স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ সুযোগে তাকে মিথ্যা চাঁদাবাজি মামলার আসামি করে নজরুল ইসলাম মানিকের নেতৃত্বেইটভাটাটি দখল করে নেয়।
 

তিনি আরও জানান, প্রবাস থেকে ফিরে কামাল উদ্দিনসহ কয়েকজন মিলে সাতকানিয়ায় শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামে একটি ইটভাটা গড়ে তোলেন।ইটভাটা মূলত কামাল পরিচালনা করতেন। সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় গত ১৬ মে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

উক্ত মানববন্ধনে প্রকৃত সন্ত্রাসীদের নজরুল ইসলাম মানিক গংদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে উক্ত ইট ভাটা পুনরুদ্ধারের জন্য প্রশাসনের জোর দাবি জানান।