মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উদ্যোগে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং ক্যাম্পাসে একটি মাদকবিরোধী আলোচনা সভা'র আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সম্মানীয় বিভাগীয় কর্মকর্তা অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাফরুল্লাহ কাজল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, উপ-উপাচার্য রনজিত কুমার সাহা, প্রক্টর ও ফার্মেসি বিভাগের প্রধান আব্দুল মোতালেব ভূঁইয়া, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের এডভাইজার ড. মুহাম্মদ শাহাবুদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উত্তর কার্যালয় এর সহকারী পরিচালক জনাব রামেশ্বর দাস।