আজ দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । এসময় তিনি পবিত্র মিলাদুন্নবী (স:) উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল মান্নান মিয়া, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও পবিত্র মিলাদুন্নবী (স) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।