মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর-দক্ষিণ) এর  পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে   চান্দগাঁও  এক কিলোমিটার এর সৌদিয়া কাউন্টার সামনে হতে মোহাম্মদ আলী (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে  ১৭১৫ পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী বায়েজিদ বোস্তামী থানাধীন বটতল খলিল শাহ মাজার সংলগ্ন মোঃ শফি এর বসতঘর হতে ২৫০০ পিস ইয়াবা সহ মোহাম্মদ তহিদুল আলম (৩৩)'কে  আটক করা হয়।
এ বিষয়ে আটককৃত মাদক কারবারিসহ পলাতক ও সহযোগী আসামি মোহাম্মদ সফি (৪৫)'র বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের  করা হয়েছে।