বিশেষ ট্রাইবুন্যাল ১৯৬/১৪, চান্দগাঁও থানার মামলা নং ০২(০৩)১৪, জিআর ৫৪/১৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ২৫ এ/বি এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহাবুদ্দিন  গ্রেফতার এড়াতে নগরীর  চান্দগাঁও থানাধীন একতারা মোড় এলাকায় র‌্যাব-৭, অভিযান পরিচালনা করে আসামী শাহাবুদ্দিন (৫৫), পিতা-হাজী নূরুল ইসলাম, সাং-আয়ুব আলী বিল্ডিং, বহদ্দারহাট মোড়, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে আটক করে।


 গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৮ যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপণ করে সর্বশেষ সে নগরীর চান্দগাঁও থানাধীন একতারা মোড় এলাকায় অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামী  আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।