‘পরাণ’-জ্বরে ভুগছে ঢালিউডসহ দেশের সিংহভাগ দর্শক-সমালোচক। ছবিটি এরমধ্যেই হিট। ছুটছে সুপারহিটের পথে। দেশ পেরিয়ে ইউরোপ-আমেরিকা মাত করার আভাসও মিলছে। স্বাভাবিক নিয়মেই আকাশে উড়ছেন নির্মাতা রায়হান রাফী ও সংশ্লিষ্টরা।

যদিও রবিবার (২৪ জুলাই) নামতে ও থামতে হয়েছে এই আলোচিত নির্মাতাকে। কারণ, খবর আসে তার মুক্তি প্রতীক্ষিত ‘নূর’ ছবিটি আটকে দিলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। দ্রুত সময়ের মধ্যে মুক্তির জন্য জমা পড়েছিল ছবিটি। তবে বোর্ড সদস্যদের আপত্তিতে নতুন করে সংশোধনী এনে জমা দিতে বলা হয়েছে।

সদস্যদের মতে, ছবির কারিগরি কাজ সম্পূর্ণ না করেই এটি জমা দেওয়া হয়েছিল। তাই ছবিটি ঠিকমতো তারা দেখতেও পারেননি।


বোর্ডের অন্যতম সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‌‘ছবিটির গল্প আমাদের অনেকেরই খুব ভালো লেগেছে। কিন্তু এর অনেক কাজ সম্পূর্ণ করা হয়নি। বিশেষ করে সম্পাদনা ও ডাবিং শেষ করেই এটি জমা দেওয়া। আমাদের তো ছবিটা দেখতে হবে! কীভাবে এমন অসম্পূর্ণ ছবি জমা দেয়! তাই আমরা তাদের বলেছি সব টেকনিক্যাল বিষয় ঠিকঠাক করে নতুন করে আবার জমা দিতে। এরপর আমরা ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

এদিকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় সিনেমাটির পরিচালক রায়হান রাফীর সঙ্গে। তিনি বলেন, ‘‘সেন্সর বোর্ডের সদস্যরা আমাদের সংশোধনী দিয়েছেন। কিছু জায়গায় সমস্যা আছে। সেগুলোর সংশোধনী এনে আমরা ছবিটি আবারও জমা দেবো। তবে আমার ‘পরাণ’ ছবির ব্যস্ততায় একটু সময় লাগছে।’’

প্রেমের গল্পে তৈরি ‘নূর’। যেখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন শুভ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।