সংস্কার কাজের কারণে অনেক দিন ধরেই শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোনও খেলা আয়োজন করা যায়নি। ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড়দের অনেকটা যাযাবরের মতো সময় কাটাতে হয়েছে। আজ এখানে তো কাল অন্য খানে! তাদের জন্য বড় স্বস্তির খবর ৩ কোটি ৬ লক্ষ টাকায় সংস্কারের পর উডেনফ্লোর পুরোপুরি উন্মুক্ত।

টেবিল টেনিস আগে থেকেই খেলা শুরু করেছে। রবিবার (২৪ জুলাই) জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নতুন করে পথ চলতে শুরু করেছে ব্যাডমিন্টনও। বলতে গেলে ৭১টি দলের ৩৭৭জন খেলোয়াড়ের উপস্থিতিতে উডেনফ্লোর এখন মুখরিত।


মৌ-সোমারা যেমন নিজেদের চিরচেনা পরিবেশে টেবিল টেনিস খেলতে পেরে খুশি। তেমনি শাটলাররাও কম নয়। জাতীয় চ্যাম্পিয়ন সালমান খানকে নিয়ে সিলেট ও আনসারের মধ্যে টানাটানি চলছিল। শেষ পর্যন্ত আনসারের হয়ে খেলার কথা। সেই সালমানও ঢাকার ইনডোরে খেলতে পেরে ভীষণ খুশি, ‘অনেক দিন পর জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে পারছি, ভালো লাগছে। ঢাকার উডেনফ্লোরে আশা করছি ভালো ফল করতে পারবো।’


৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ও একইসঙ্গে ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামের আধুনিকায়ন কাজ উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি খেলোয়াড়দের ভরসা দিয়ে ঘোষণা দিয়েছেন, ‘৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেনফ্লোর জিমনেশিয়ামের আধুনিকায়ন কাজ উদ্বোধন করা হলো। এছাড়াও চলতি অর্থবছরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড়দের আবাসন সংকট সমাধানে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ডরমিটরি ভবন নির্মাণ করা হবে। সেখানে প্র্যাকটিসেরও সুযোগ থাকবে।’