আলোকিত সমাজের আয়োজনে সোমবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটির অলংকার মোড়ে সকাল দশটায় বীজন নাট্য গোষ্ঠীর নাটক ‘ছোলেমান বাদশা’র প্রার্থনা মঞ্চস্থ হতে যাচ্ছে। অনুষ্ঠানে সকাল নয়টায় মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম, সাবেক মহিলা কাউন্সিলর  
আবিদা আজাদ, দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান হাবিব।
 
এরই ধারাবাহিকতায় বীজন নাট্য গোষ্ঠীর নিয়মিত প্রযোজনা নাটক আহমেদ কবীর রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশ নির্দেশিত নাটক  ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ হবে। নাটকটিতে একজন শ্রমিক তার আয়ের একটা অংশ কিভাবে তার সংসারের জন্য ব্যয় করে এবং সে যে নিজের শ্রম দিয়ে পৃথিবীর সব নিত্য প্রয়োজনীয় জিনিস নির্মাণ করে- এটাই তার অহংকার, এটাই তার গর্ব। এ বিষয়গুলো তুলে ধরা হয়।

নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, মোহাম্মদ রাশেদুল হাছান, আবদুল মান্নান, রহিমা আক্তার প্রমা, জয়নাল আবেদিন, সৌরভ পাল প্রমুখ।