আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর অভিযোগ কমিটির চতুর্থ সভা ৩ জুন ২০২৩ শনিবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগ কমিটির আহবায়ক আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির  উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি অভিযোগ কমিটির সদস্য আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ফিমেল একাডেমিক জোনের কো-অর্ডিনেটর মিসেস ফারহানা ইয়াসমিন চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ আবছার উদ্দিন, সহকারী অধ্যাপক এডভোকেট আঞ্জুমান আরা বেগম, সহকারী অধ্যাপক মিসেস তাহমিনা মরিয়ম ও অভিযোগ কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক এডভোকেট তাসলিমা খানম।

সভায় আইআইইউসি ক্যাম্পাসে যাবতীয় নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটির আহবায়কের নেতৃত্বে গৃহীত কার্যক্রমের বিষয়াবলীর আলোচনা করা হয়। আইআইইউসির উপাচার্য এসকল বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে সার্বিক সুন্দর ও নৈতিক পরিবেশ বজায় রাখতে আইআইইউসি সর্বদা সচেষ্ট। এছাড়া সম্মানিত জেলা পিপি এ বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত প্রদান করেন।