চট্টগ্রামে লোহাগাড়ায় শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ জুন অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আধুনগর ইউনিয়ন দল। এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় আধুনগর ইউনিয়ন দল ও লোহাগাড়া ইউনিয়ন দল। খেলায় প্রথমার্ধে লোহাগাড়া ইউনিয়ন দল ১ গোলে করে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে আধুনগর ইউনিয়ন দল প্রথমে ১ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তীতে আধুনগর ইউনিয়ন দল পরপর ২ গোল করে। ফলে ৩-১ গোলে আধুনগর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং লোহাগাড়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ৯ ইউনিয়ন দল অংশ গ্রহণ করে। অনুষ্ঠিত টুর্ণামেন্টের খেলা গত ৮ জুন উদ্বোধন হয়।

 বুধবার (১৪ জুন) ফাইনাল খেলা উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান , আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে শমশুল ইসলামসহ অন্যান্য। উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন রতন গুপ্ত এবং তাঁকে সহায়তা করেন শওকত হোসেন ও ওয়াহিদুজ্জামান। অতিরিক্ত রেফারির দায়িত্বে ছিলেন শানু।